নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তানে এবার টেলিভিশনের পর্দায় ‘আলিঙ্গনের’ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনার কথা জানিয়েছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী ও দর্শকদের জন্য ‘অস্বস্তিকর’। এছাড়া নাটকগুলোতে পাকিস্তানি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না। তাই অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।এদিকে, অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। এমনিতেই পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পড়তির দিকে। তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে তৈরি নাটক ও সিরিয়ালগুলো দর্শকপ্রিয়। উল্লেখ্য, এর আগে অশ্লীলতার কারণে পাকিস্তানে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

LEAVE A REPLY