ভারতই আজ চাপে থাকবে: আমির

পাক-ভারত ম্যাচ মানেই স্নায়ুর যুদ্ধ। একথা মনে করিয়ে দিয়ে মোহাম্মদ আমির বলেছেন, ‘এই ম্যাচে সবসময় চাপ থাকে। বাবর নেতৃত্ব দিচ্ছে এবার। ও ভালো পারফর্ম করছে। এটা পাকিস্তানের জন্য প্লাস পয়েন্ট। রিজওয়ানের সঙ্গে ওর জুটি দারুণ। সত্যি বলতে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু খারাপ করছে না। আগে আমরা বলেছি যে, ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই হবে। কিন্তু এখন মনে হচ্ছে পাকিস্তানের ব্যাটিং এগিয়ে। কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আইপিএলে রীতিমতো লড়তে হয়েছে। ফলে ওরা চাপে থাকবে।’

অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান বলছে, ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত ৭-০ ব্যবধানে এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেই রেকর্ড ৫-০।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বলছেন, ‘পরিসংখ্যান দেখেই ভবিষ্যৎ বলা সম্ভব নয়। তবে আমি ভারতকে এগিয়ে রাখবো। কারণ, ওরা সম্প্রতি মরুর বুকে খেলেছে। আইপিএল খেলার কারণে ভারতীয় খেলোয়াড়রা একটু এগিয়েই থাকবে। পাকিস্তানের চেয়ে দুবাইয়ে আবহাওয়া ভালো। আমি বলব, ম্যাচে ভারত ৬০-৪০ এগিয়ে। ওদের আমি ১০ শতাংশ বেশিই দেবো।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটি খেলা যেভাবে আগাম কিছু বলা যায় না। বিশ্বকাপের মঞ্চে ভারত কখনো পাকিস্তানের কাছে হারেনি, একথা ঠিকই। কিন্তু এই পরিসংখ্যান দেখেই ভবিষ্যৎ বলা সম্ভব নয়। মাঠে নেমে খেলতে হবে। যার যার অভিজ্ঞতাকে ঢেলে দিতে হবে।’

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY