চাকরি হারিয়ে অভিনব প্রতিবাদ ফ্লাইট আটটেনডেন্টদের (ভিডিও)

ইতালিতে ফ্লাইট অ্যাটেনডেন্টরা নিজেদের পোশাক খুলে চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন। এ প্রতিবাদে ‘আমরা ‘আলইতালিয়া’ স্লোগান দিয়ে অন্তত ৫০ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট অংশ নেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের ক্যাম্পিডোগলিওতে এ ঘটনা ঘটেছে। ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের আলইতালিয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় দাঁড়ানোর পর তা খুলে ফেলেন। আলইতালিয়া তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি।

আলইতালিয়ার ১০ হাজার ৫০০ কর্মীর মধ্যে দুই হাজার ৬০০ জন কাজ পেয়েছেন আইটিএ এয়ারওয়েজে। আইটিএ এয়ারওয়েজের নতুন অ্যাটেনডেন্ট সিএনএনকে বলেছেন, যারা নতুন এয়ারলাইনে চাকরি পেয়েছেন, তারা তাদের জ্যেষ্ঠতা হারিয়েছেন, তাদের বেতন কেটেছে এবং তারা কখন কাজ শুরু করবেন, সেটাও জানানো হয়নি।

আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেছেন, সকল কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। তবে ধর্মঘটের হুমকি জাতীয় লজ্জার বিষয় বলে মনে করেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

LEAVE A REPLY