পাকিস্তানের জয়ে ইমরান খানের প্রশংসা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিরা রবিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান দল জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছে।

ইমরান এক টুইট বার্তায় বলেন, “পাকিস্তান দলকে অভিনন্দন এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাবর আজমকে, সেই সঙ্গে রিজওয়ান এবং শাহিন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যও অভিনন্দন। আপনাদের সবার জন্য জাতি গর্বিত।”

ইমরান খান কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে উপসাগরীয় দেশে ম্যাচটি দেখেছিলেন। তিনি বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক ছিলেন, যার নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান প্রথম একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জয়লাভ করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের সাথে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার একটি ছবিও টুইট করেছেন।

রাষ্ট্রপতি আরিফ আলভি তার দেশকে প্রথম জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করেছেন, “মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের ব্যাটিং দুর্দান্ত । সম্পূর্ণ আধিপত্য দেখে কি আনন্দ। একটি ভালো সমাপ্তির দিকে যাচ্ছে। সবুজ শার্টদের অভিনন্দন, পুরো ধুয়ে ফেলেছো ১০ উইকেটের জয়। একটি ভালো ম্যাচ খেলে আপনারা আমাদের গর্বিত করেছেন। ”

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দলকে ধন্যবাদ জানান। তিনি এক টুইটে বলেছেন, “আলহামদুলিল্লা! এটি প্রথম, সবচেয়ে মহৎ কিন্তু মনে রাখবেন যাত্রা মাত্র শুরু হয়েছে। সমস্ত পাকিস্তানিদের জন্য এমন একটি গর্বের মুহূর্ত এবং আমাদের এই মুহূর্তটি লালন করার জন্য ছেলেদের ধন্যবাদ। #পাকিস্তানজিন্দাবাদ।”

Imran Khan hails 'brilliant performances' as Pakistan record 1st-ever World  Cup win over India

গায়ক আলী জাফরও ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন দলের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। “শুধু জেতার জন্য নয়, কিন্তু অনুগ্রহের জন্য। অনবদ্য পেশাদারিত্বের জন্য এবং বিশ্বকে দেখানোর জন্য যে আমরা সত্যিকারের কে!”

LEAVE A REPLY