যে গল্প ভালো লাগবে, সেই কাজ করবো: ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ মুকুট জয়ের পর রুপালি পর্দায় পা দেন তিনি। অভিষেক ছবি ‘মিশন এক্সট্রিম’-এ নায়ক হিসেবে পেয়েছেন আরিফিন শুভকে। তবে করোনার কারণে কয়েক দফা পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ। এর মধ্যেই ‘আদম’, ‘রাত জাগা ফুল’ ও ‘নূর’ সিনেমায় কাজ করেন ঐশী। ৩ ডিসেম্বর বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ছবি ‘মিশন এক্সট্রিম’। সম্প্রতি নিজের কাজ নিয়ে কথা বলেছেন ইত্তেফাক অনলাইনের সঙ্গে।

 আপনার বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। এর আগে সিনেমাটি মুক্তির তারিখ দুই দফায় পিছিয়ে গেছে। অবশেষে ৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

জান্নাতুল ফেরদৌস ঐশী: অনেক ভালো লাগছে। ফাইনালি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ‘মিশন এক্সট্রিম’ শুধু আমার প্রতীক্ষিত সিনেমা না। আমার মনে হয়, এটা সবার প্রতীক্ষিত সিনেমা। তবে মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ার কখনো আমার মন খারাপ হয়নি। আমার বিশ্বাস, ভালো কিছু অপেক্ষা করছে বলেই হয়তো এমন হচ্ছে। যেটা ভালো, সেটাই আল্লাহ ঠিক করে রাখেন।

 রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমায় কাজ করছেন। এই ছবিতে কাজের বিষয়ে জানতে চাই।

জান্নাতুল ফেরদৌস ঐশী: ‘নূর’ সিনেমার কাজ সিংহভাগ শেষ হয়েছে। অল্পকিছু কাজ বাকি আছে। কিছুদিন আগে পাবনায় যে লটের কাজ ছিল, তাও শেষ করে এসেছি। এরপর ঢাকার আশেপাশে শুটিং হচ্ছে। শিগগিরই কাজ শেষ করতে পারবো।

 আরিফিন শুভর সঙ্গে পরপর দুটি সিনেমায় কাজ করলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

জান্নাতুল ফেরদৌস ঐশী: আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে এর আগে ‘মিশন এক্সট্রিম’ সিনেমা করেছি। এই ছবিটি অ্যাকশন ঘরানার সিনেমা। এরপর তার সঙ্গে রোমান্টিক ঘরনার ‘নূর’ সিনেমায় কাজ করছি। দুটি সিনেমায় দুই রকমের অভিজ্ঞতা। কো-আর্টিস্ট হিসেবে তিনি সব সময়ই হেল্পফুল। তিনি প্রথম সিনেমায় আমার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। আমি তাকে সেই হিসেবেই মানি।

 ক্যারিয়ার নিয়ে আগামী দিনের পরিকল্পনা কী। কোন ধরনের সিনেমায় নিজেকে ফোকাস করতে চান?

জান্নাতুল ফেরদৌস ঐশী: এটা আসলে আগে থেকে বলা মুশকিল। তবে এর আগে আমি যে কয়টি সিনেমা করেছি, সেগুলোর গল্প ভালো লেগেছে বলেই কাজ করেছি। যেটার গল্প শুনে মনে হবে কাজটা আমার করা উচিত, সেটাই করবো। সিনেমা মুক্তির আগে ক্যারিয়ারের পরিকল্পনার কথা বলতে পারছি না। সিনেমার রিলিজ হওয়ার পর দর্শক যদি আমাকে নিতে পারে তাহলেই সিনেমায় কাজ করবো। আর যদি না নিতে পারে, তাহলে সেটা চিন্তা করবো। খালি খালি মানুষের প্রজেক্ট নষ্ট করে তো লাভ নেই।

LEAVE A REPLY