বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ইংল্যান্ড

বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। সঙ্গত কারণেই দারুণ ছন্দে আছে ইংলিশরা। তবে ক্রিকেটের জন্মদাতা দেশটির ক্রিকেটীয় সংস্কৃতি তুলনামূলকভাবে ভিন্ন। গতকাল সংবাদ সম্মেলনে যেমন চলতি বছরের শেষে আসন্ন অ্যাশেজ নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিলেন জস বাটলার।

বিশ্বকাপে আজ (২৭ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন খুব কমই হলো। সেখানে বাটলার বেশ সমীহ করলেন টাইগারদের। আবুধাবিতে বাংলাদেশের চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত ইংল্যান্ড। বিশেষ করে সাকিব-নাসুমদের ঘূর্ণি জাদু সামলানোর জন্য নেটেও পরিশ্রম করছেন বাটলার-মরগানরা।

Image

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বাটলার বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। এবং তাদের ছুড়ে দেওয়া বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবো।’

বাংলাদেশের মতোই গতকাল দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে ইংল্যান্ড দল। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে অনুশীলন করেন ইয়ন মরগানরা। বাংলাদেশ মানেই স্পিনারদের আধিক্য। সাকিব, নাসুম, মেহেদীদের বিপক্ষে খেলার জন্য তৈরি হচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। স্পিনারদের বেশি খেলতে হবে ধরেই নেটে অনুশীলন করেছেন তারা।

Image

বাটলার বলেছেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে প্রতিপক্ষের জন্য প্রস্তুত হই। এবং যে কন্ডিশনের সামনে পড়ি। আমার মনে হয় স্পিন এ টুর্নামেন্টে বড় ভূমিকা রাখবে। এবং অবশ্যই বাংলাদেশের কয়েক জন বাঁহাতি স্পিনার আছে। আমরা নেটে তাদের বিপক্ষে অনেক খেলছি। যাতে কিছু পরিকল্পনা করতে পারি।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ। এ ফরম্যাটে প্রথম সাক্ষাৎ হলেও টাইগারদের সম্পর্কে ধারণা আছে মরগান বাহিনীর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বসা মাহমুদউল্লাহ-মুশফিকদের জন্য পরিকল্পনা করছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয়ের স্মৃতি ভুলে, আত্মতুষ্টিতে না ভুগে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে তারা।

LEAVE A REPLY