শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা নেই লাক্সতারকা রেবেকা সুলতানা দীপার। চলতি বছরের শুরুর দিকে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেলেও অভিনয়ে দেখা যায়নি তাকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দীপা বলেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি মাঝে কেন কাজ করিনি! এতটা সময় পার করেও নিজের প্রতি কেনো ফোকাস দেইনি! আসলে লাক্স থেকে বের হওয়ার পরের বছর বিয়ে, পরপর দুই সন্তান নেওয়া, পরিবার সামলানো; সবকিছু মিলিয়ে আমার জন্য কাজ করাটা অনেক কঠিন হয়ে পড়েছিলো। যার জন্য কয়েকবারই বিরতি নিয়েছিলাম। অনেক নাটক, সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্ত তখন সব ফিরিয়ে দিয়েছিলাম। কারণ প্রস্তুত ছিলাম না। ফাঁকে ফাঁকে সময় বের করে কিছু কাজ করেছি। এখন আমার সন্তানেরাও মোটামুটি কিছুটা বড় হয়েছে যার জন্য এখন নিয়মিত কাজ করতে সমস্যা হবে না। অনেকেই কাজের জন্য যোগাযোগ করছেন। কিছু নাটকের বিষয়ে কথাবার্তাও চলছে।

শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

তিনি আরও বলেন, একমাত্র আমাদের দেশেই মনে হয় যোগ্যতা ও মেধার সঠিক মূল্যায়ন নেই। সবাই শুধু মুখে শিল্প শিল্প করে কিন্ত কাজের সময়ই ঠিকই ‘ভাইরাল’ কিছু খুঁজে। কোন একটা ফরম্যাট যদি হিট হয়ে যায় তাহলে সবাই সেই ফরম্যাটের দিকেই ছুটে। আর এখন সবকিছু এজেন্সির দখলে হওয়ায় তাদের মত করেই সবাই সবকিছু করে। তারা যেভাবে চায়! ভাইরাল শিল্পী কিংবা কন্টেন্ট হোক; সবার উদ্দেশ্য কিন্তু একটাই, ব্যবসা। এ সময়ের নাটকের ক্ষেত্রে ভিউও একটা ফ্যাক্ট।

শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

অভিনয়ে কম দেখার কারণ বলতে গিয়ে দীপা জানান, ক্যারিয়ারের শুরু থেকেই নানান রেসট্রিকশনের মধ্য দিয়ে কাজ করেছি। ঢাকার বাইরে কাজ হলে সেগুলো ফিরিয়ে দিতাম, কারণ আনকমফোর্ট ফিল হতো শুরুর দিকে। সেসময় এসব কারণে না করায় এখনও হয়তো অনেকে ওটাই ধরে নিয়েছেন যে কাজ করার ইচ্ছে নেই বোধ হয়।

শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

এখন সময়ের সঙ্গে পরিপক্ব হয়েছি, কাজও করছি। যেসব কাজের প্রস্তাব আসে তার বেশিরভাগই গৎবাঁধা। ভালো গল্প ও চরিত্র পেলে কে করবে না! সবাই করতে চায়। ভালো কিছুর অপেক্ষাতেই আছি, সেটা নাটক হোক কিংবা ওয়েব বা সিনেমা।

শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

উল্লেখ্য, ২০০৮ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় রানার আপের খেতাব জিতেছিলেন রেবেকা সুলতানা দীপা। এরপর নিজেকে যুক্ত করে নেন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে। একের পর এক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ৮০টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এ লাক্সতারকা।

শিল্প শুধু মুখে মুখে, কাজের সময় সবাই ভাইরাল খুঁজে: দীপা

নাটকে অভিনয় করেছেন ১০টিরও বেশি। শিহাব শাহীনের হাত ধরে নাটকেও অভিষেক ঘটে ২০০৯ সালে। নিজের প্রথম নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’-তে নিজেকে আবদ্ধ রাখতে গিয়ে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি। তবে এখন সবকিছু সামলে নিয়মিত কাজ করতে চান তিনি।

LEAVE A REPLY