ভিকির সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের গুঞ্জনে তোলপাড় বলিউড পাড়া। এমন গুঞ্জন নিয়ে ভিকি কৌশল মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে মুখ খুলেছেন ক্যাটরিনা। একটি সংবাদমাধ্যমের কাছে জানালেন বিয়ে নিয়ে তার বক্তব্য।

‘সূর্যবংশী’র অভিনেত্রী জানিয়েছেন, খবরটাই ভুয়া ও ভিত্তিহীন। এখনই বিয়ের পিঁড়িতে বসছি না।

শুধু ক্যাটরিনার ঘনিষ্ঠজনের বরাদ দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ‘এই খবর সম্পূর্ণ ভুল। ওরা দু’জন এমন কোনো পরিকল্পনাই করেননি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এ রকম গুঞ্জন ছড়ানোটা ইদানীং অভ্যাসে পরিণত হয়েছে।’

ভিকির সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ক্যাটরিনা

ভিকি-ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বলিউডে নতুন কিছু নয়। আগস্ট মাসেই বাগদান হয়েছিল তাদের-এমনই দাবি করেছিল মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম। এখানেই থেমে থাকেনি চর্চা। বিয়েতে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গায় সেজে উঠবেন ক্যাটরিনা। বিলাসবহুল প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে তাদের— এমন গুঞ্জন ছড়িয়েছে নতুন করে।

LEAVE A REPLY