আরিয়ানকে মুক্ত করতে এক লাখ রুপির জামিননামায় স্বাক্ষর করলেন জুহি চাওলা

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে হাজত থেকে মুক্ত করে আনতে এক লাখ রুপির জামিননামায় স্বাক্ষর করেছেন জুহি চাওলা। বলিউডের এই অভিনেত্রী শাহরুখ খানের ব্যবসায়ীক পার্টনার। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

আজ (২৯ অক্টোবর) বিশেষ এনডিপিএস কোর্টে হাজির হন জুহি। সেখানে পৌঁছেই তিনি জামিননামায় স্বাক্ষর করেছেন। এর আগে গতকাল মাদক মামলায় আরিয়ানের জামিন আদেশ দেন বোম্বে হাইকোর্ট।

আজ শুক্রবার জামিনের শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ছেড়েছে বোম্বে হাইকোর্ট। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সেগুলো নিয়ে মুম্বাই আর্থার রোড কারাগারে পৌঁছানোর শর্ত ছিল। তাহলে আজ বের হয়ে আসতে পারতেন আরিয়ান।

কিন্তু সর্বশেষ তথ্যমতে, আজও কারাগার থেকে বের হতে পারেননি আরিয়ান খান। আগামীকাল শনিবার সকালে কারামুক্ত হবেন তিনি।

LEAVE A REPLY