মেয়ে আখিঁ আলমগীর সহ আলমগীর।
বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ রাত ১২ টার পর হঠাৎ করে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে ভীষণ মর্মাহত ও ক্ষুদ্ধ হয়েছেন শিল্পীর পরিবার।
আলমগীরের মেয়ে আখিঁ আলমগীর রাত ২ টা ৫৪ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, কে বা কারা আব্বুকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আব্বু অনেক ভালো, নিরাপদ এবং সুস্থ আছেন।’
ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃন্য কাজ কিভাবে করতে পারেন?আমরা আসলে হতবাক। মানুষ কতো নিচে নেমে যেতে পারে!’
এর আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছিলো।
হাসপাতালে অসুস্থ সংস্কৃতি অঙ্গনের বরেণ্য শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, ওমর সানি, মৌসুমীদের মতো শিল্পীদেরও মারা যাওয়ার আগে একাধিকবার মেরে ফেলেছেন কে বা কারা। কিছুদিন আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রের আরেক বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে নিয়েও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।