এবার ইউটিউবেও দেখা যাবে জয়া আহসানকে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুক, ইনস্টাগ্রামে সব সময়ই তাকে দেখা যায়। এবার তাকে ইউটিউবেও পাওয়া যাবে। নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজ থেকে এ কথা জানান অভিনেত্রী নিজেই।

ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করার জানিয়েছেন জয়া। নিজেই এ কথা জানিয়েছেন ভক্ত ও অনুরাগীদের।

জয়ার ইউটিউব লিংকে এখন পর্যন্ত কোনো ভিডিও নেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।’ এখন পর্যন্ত জয়ার ‘জয়া আহসান’ নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ দশমিক ৭২ কে।

ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’ এর আগেও জেমসের তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া।

যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস। তবে জয়ার প্রত্যাশার চেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলেও কোনো ভিডিও এখন পর্যন্ত আসেনি।

LEAVE A REPLY