ব্রাজিল দলে ফিরলেন কুতিনহো, বাদ পড়লেন ভিনিসিউস

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ল্যাটিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। শুক্রবার ঘোষিত ২৩ সদস্যের দলে এসেছে অনেক পরিবর্তন। সুযোগ পেয়েছেন ফিলিপে কুতিনহো। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকার পরও ভিনিসিউস জুনিয়রের সুযোগ হয়নি। 

আগামী ১২ নভেম্বর কলম্বিয়ার মাঠে খেলতে যাবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোপা চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি অদ্ভুতভাবে স্থগিত হয়েছিল। সাও পাওলোয় ম্যাচ শুরুর পরমুহূর্তে এসে খেলা বন্ধ করে দেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সেই ম্যাচ নিয়ে এখনও তদন্ত চলছে। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

ফিরতি লেগের আগে চোট কাটিয়ে দীর্ঘ সময় পর বার্সেলোনা দলে ফিরেছেন কুতিনহো। তবে নিজের সেরা ফর্ম ফিরে পাননি। অন্যদিকে রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউস অবশ্য মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন। তার দলে না থাকা আশ্চর্যের। দলে ফেরাদের মধ্যে আরেকটি বড় নাম লিভারপুলের স্ট্রাইকার রবের্তো ফিরমিনো। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), গাব্রিয়েল শাপেকো (গ্রেমিও), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), আলেক্স সান্দ্রো (জুভেন্তাস), এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), রবের্তো ফিরমিনো (লিভারপুল)

ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ১১টি করে ম্যাচ খেলেছে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিওনেল স্কালোনির দল।

LEAVE A REPLY