দুই দিনের পর্যবেক্ষণে সাকিব, তিন দিনের বিশ্রামে সোহান

সাকিব আল হাসান।

গতকাল (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সেটি নিয়েই পুরো ম্যাচ খেলে গেছেন। তাকে এখন দুই দিন পর্যবেক্ষণে রাখবে মেডিকেল টিম। অন্যদিকে, ম্যাচের আগেই চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে আগামী ম্যাচ তারা খেলবেন কি না, সেটা এখনো অনিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত। ফলে সেমিফাইনালে যাওয়ার আশাও কার্যত শেষ। তবে এখনো দুটি ম্যাচ রয়েছে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। সেটি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেন। দুই দিন পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ নেবে মেডিকেল টিম।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY