ব্রণ থাকলে কি মেকআপ করবেন

ব্রণ সব সময় যন্ত্রণার। কেউ কেউ একে গোটা গোটা যন্ত্রণাও বলে থাকেন। ব্রণ হলে সহজে কমতে চায় না। আর এদিক-ওদিক হয়ে যদি অল্পতেই ফেটে যায় তাহলে তো ভীষণ মুশকিল। তার উপর বিভিন্ন পার্টিতে গেলে কম করে হলেও মেকআপ করতে হয়। কিন্তু কিছু মেকআপে স্বল্প পরিমাণে রাসায়নিক উপাদান থাকে, যা থেকে ব্রণে বিক্রিয়া ঘটাতে পারে।

4.1

ব্রণ থাকলে কি মেকআপ করবেন

জেনে রাখা ভালো, বেশ কিছু মেকআপের সামগ্রী আছে যেগুলো মুখে ব্রণ থাকলেও কোনো সমস্যা ঘটায় না আবার বেশ কিছু আছে স্কিনের অবস্থা খুবই খারাপ করে দেয়। তাই ত্বক সুস্থ রাখতে জানতে হবে কোন কোন প্রসাধনী ত্বকের জন্য উপকারী।

  • ত্বক পরিচর্যার কিছু বিষয় শেখার আছে। যেমন ত্বকের সঙ্গে রাফ হলে চলে না, আলতো হাতে সবকিছু করতে হয় এবং ব্রণ থাকলে সেটিকে কখনোই খোঁটা উচিত না। এই বিষয়গুলো যেমন মাথায় রাখতে হবে তেমনি যাদের ব্রণ হওয়ার লক্ষণ খুব বেশি তাদের সেই ধরনের প্রসাধনীই ব্যবহার করা উচিত যেগুলো অয়েল ফ্রি লেবেলযুক্ত। কারণ, এগুলো ব্রণের ত্বকের জন্য বেশ ভালো।ব্রণ থাকলে কি মেকআপ করবেন
  • ভারী এবং তরল মেকআপ থেকে দূরে থাকুন। কারণ আপনার স্কিনের কোষগুলো এমনিতেই মৃতপ্রায়। তাই ভারী মেকআপে তাদের শ্বাসরুদ্ধ করবেন না।
  • যে প্রোডাক্টগুলো ব্যবহারে আপনার স্কিন বার বার অনীহা প্রকাশ করছে কিংবা রাশ দেখা দিচ্ছে, চুলকাচ্ছে এগুলো একেবারেই বন্ধ করে দিন।ব্রণ থাকলে কি মেকআপ করবেন
  • মেকআপের আগে স্কিন ময়েশ্চার করতে একেবারেই ভুলবেন না। টোনার লাগানো থেকে ময়েশ্চারাইজার এবং প্রাইমার অবশ্যই লাগাবেন। দিনের শেষে অর্থাৎ ঘুমানোর আগে মেকআপ তুলতে একেবারেই ভুলবেন না। আর মেকআপের পূর্বে সানস্ক্রিন লাগাতে হবে অবশ্যই।
  • আঙ্গুল দিয়ে মেকআপ অ্যাপ্লাই একেবারেই করা ঠিক নয়। ব্রাশ অথবা মেকআপের সামগ্রী দিয়েই অ্যাপ্লাই করুন। এবং সব সময় মেকআপ ব্রাশ কিংবা অ্যাপ্লিকেটরগুলো নিয়ম করে পরিষ্কার করতে ভুলবেন না।ব্রণ থাকলে কি মেকআপ করবেন
  • মেকআপের সরঞ্জাম একেবারেই অন্য কারো সঙ্গে কখনোই শেয়ার করা ঠিক নয়। এমনকি অন্যের ব্যবহৃত কোনো মেকআপ অল্প করে হলেও ব্যবহার করবেন না। এর থেকে অ্যালার্জি এবং নানান রোগ ছড়াতে পারে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠাণ্ডা পানি দিয়ে এবং ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়ে টোনার লাগিয়ে তারপরই ঘুমাবেন।
  • ব্রণ থাকলে মাথায় রাখবেন স্কিন যেন কখনোই অতিরিক্ত ওয়েলি না হয়। সঙ্গে সঙ্গেই অল্প বরফ ঘষতে পারেন। মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তবে তেল জমতে দিবেন না।

LEAVE A REPLY