যে চার উপদানে নিমিষে কমবে দাঁতের ব্যথা

সবকিছুই ঠিকঠাক! হুট করেই দাঁতে ভীষণ ব্যথা। অথচ বুঝতেও পারছেন না কেন এমনটা হলো! দাঁতের ব্যথা ভীষণ ভয়ংকর জিনিস। একটুও আরাম দেয়না। সারাক্ষণ তার চিনচিনে উপস্থিতিতে আপনাকে তটস্থ রাখবেই। এদিকে আপনি হয়তো নিচে নেমে ফার্মেসি থেকে ব্যথার ঔষধ কিনে আনলেন। ভালোমতোই জানেন ব্যথার ঔষধ আপনার স্বাস্থ্যের জন্যে মোটেও ভালো কিছু না। পরিস্থিতি খুব ভয়ংকর না হলে ঘরোয়া পদ্ধতিতেই চিকিৎসা সম্ভব৷ তাহলে দাঁতের ব্যথা কমাতে কি কি করবেন? আসুন জেনে নেই-

  • প্রথমে রসুন বেটে নিন। সেই রসুন বাটা দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন। রসুনে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে দাঁতে ব্যথা হয়। রসুন বাটা ব্যবহার করে সহজেই সাধারণ দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন। রসুন ব্যবহার করলে মুখে গন্ধ তো হবেই। তখন দাঁত মেজে নিবেন।
  • মূলত দাঁতের গোঁড়ায় কখনো খাবারের কণা আটকে থাকলে এমন সমস্যা হয়। অন্য কোনো কারণে কিছু আটকে থাকলেও হতে পারে। দাঁতের গোড়ায় খাবারের কণা আটকে থাকলেই সমস্যা বেশি হয়। এক্ষেত্রে হালকা কুসুম গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে কুলকুচো করুন। দাঁতের গোড়ার খাবারের কণা বের হয়ে গেলে মুখ হালকা লাগবে।
  • যে চার উপদানে নিমিষে কমবে দাঁতের ব্যথা
  • দাঁতের ব্যথা কমাতে অনেকে লবঙ্গ গালের মাঝে রেখে দেন। হ্যাঁ, লবঙ্গ বেশ পুরনো ঘরোয়া টোটকা। তবে লবঙ্গ থেকে লবঙ্গের তেল ব্যবহার করলে সুফল বেশি মিলবে। দাঁতের গোড়ায় লবঙ্গের তেল লাগিয়ে অপেক্ষা করুন। সবসময় ২-৩ ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করবেন।
  • দাঁতের ব্যথা কমাতে পেয়ারা পাতা চিবুতে পারেন। বিষয়টা হয়তো হাস্যকর ঠেকবে আপনার কাছে, কিন্তু ভালোমতো ধুয়ে পেয়ারা পাতা চিবুলে দাঁতের ব্যথা কমে।

LEAVE A REPLY