‘বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ কেনবেরা’র নতুন কমিটি

অস্ট্রেলিয়ার রাজধানী কেনবেরায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন BAAC (বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ কেনবেরা) এর নতুন পরিচালনা কমিটি ২০২১-২২ নির্বাচিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কেনবেরার সি আই সি-তে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিশিষ্ট সংগঠক এবং কমিউনিটির অতি প্রিয়মুখ জিয়াউল হক বাবলুকে সভাপতি করে ৯ সদস্যের পরিচালনা কমিটি নির্বাচিত করা হয়।

জিয়াউল হক বাবলু তার বক্তব্যে বাংলাদেশি সমগ্র কমিউনিটিকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বৈশ্বিক মহামারির মধ্যে তাদের দায়িত্ব পালনের জন্যে প্রশংসা করেন। অনুষ্ঠানে কোভিড নিয়ম পালন করে ক্যানবেরা সি আই সি হলে বেশ কিছু সদস্য সদস্যা উপস্থিত ছিলেন এবং অন্যান্যরা জুম মিটিং এ অংশগ্রহণ করেন।নতুন কমিটির সদস্যরা হলেন- জিয়াউল হক বাবলু (সভাপতি), ডঃ এস এম নাজমুল আলম (সহ সভাপতি), আইজিদ আরাফাত অরূপ (কোষাদক্ষ), মো: তৌহিদুল ইসলাম তপা (সম্পাদক), তাহরিমা ইসলাম ঝুমা (সহ সম্পাদক), তানভির হোসেন খান সাকীন (খেলাধুলা বিষায়ক সম্পাদক), ইসনাত জেরিন উর্মী (সংস্কৃতি বিষায়ক সম্পাদক), ডাঃ রাতিশ দাশ (সদস্য), নাজমুল হুদা খোকন (সদস্য)।

LEAVE A REPLY