ভ্রমণার্থীদের জন্য দুয়ার খুলল ভারত

ভারতে ভ্রমণে যেতে পারবে করোনাভাইরাসের টিকা নেওয়া নাগরিকরা। বিশ্বের ৯৯টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নয়াদিল্লি। মহামারি নিয়ন্ত্রণে সীমান্তে আরোপিত ২০ মাসের কড়াকড়ির পর গতকাল নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে ভারতের ভ্রমণ চুক্তি ও টিকা সনদ নিয়ে সমঝোতা রয়েছে, সেসব দেশ এই তালিকায় রয়েছে। জানা গেছে, সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। 

নয়াদিল্লি বলছে, চুক্তি ও সমঝোতার অন্তর্ভুক্ত দেশগুলোর যেসব নাগরিক ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) স্বীকৃত টিকা নিয়েছে, শুধু তারাই ভারত ভ্রমণের সুযোগ পাবে। 

জানা গেছে, করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে এমন ব্যক্তিদের জন্য চার্টার ফ্লাইটে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল গত ১৫ অক্টোবর। গতকাল অন্য সব ফ্লাইটের জন্য এই অনুমতি দেওয়া হলো। 
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY