বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসন সংকট ইস্যুতে বেলারুশের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন।  এই সংকট তৈরির জন্য প্রথম থেকেই বেলারুশকে দায়ী করছে ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক জোসেপ বোরেল এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিবাসীদের অবস্থা আগের চেয়ে আরো তীব্র হচ্ছে। বেলারুশের বিরুদ্ধ অভিবাসীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ বার বার অস্বীকার করেছে বেলারুশ। সোমবারেও শতাধিক অভিবাসীকে সীমান্তে যাওয়ার মুখে বাধা দেয় পুলিশ।  

গেলো আগস্ট থেকে  পোল্যান্ড সীমান্তে জড়ো হয়েছে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। তারা বেশিরভাগই ইরাক, সিরিয়া ও ইয়েমেনের বাসিন্দা। আর এই পরিস্থিতির জন্য বারবার বেলারুশকে দায়ী করেছেন ইইউ।

বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোকে এজন্য দায়ী করা হয়েছে। তবে তা বরাবরের মতো তা  অস্বীকার করেছেন লুকাশেঙ্কো।

এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করে বলছেন, রাশিয়ার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

LEAVE A REPLY