বাবর আজম ও শোয়েব মালিকের করোনা নেগেটিভ

পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন বাবর আজম ও বর্ষীয়ান ক্রিকেটার শোয়েব মালিকের করোনা পরীক্ষায় নেগেটিভ এসছে। আজ বুধবার দলটির মিডিয়া ম্যানেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন বাবর আজম এবং শোয়েব মালিকের করোনা পরীক্ষায় কভিড-১৯-এর নেগেটিভ ফল পাওয়া গেছে। তাদেরকে স্কোয়াডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ঢাকায় আসেন বাবর আজম ও শোয়েব মালিকে। ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। 

পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।

LEAVE A REPLY