বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্য

বন্যা ও ভূমিধসে বিপর্জয় নেমে এসেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে। সেখানকার একাধিক এলাকায় ভূমিধসে বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার কানাডার ফেডারেল পুলিশ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে সড়কের মাটি ধসে এক নারীর মৃত্যু হয়। এসব ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দু’জন।ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ভ্যাঙ্কুভার শহর। বন্যার পানিতে ডুবে গেছে সেখানকার রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়। ভ্যাঙ্কুভার বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ আছে।

গত সোমবার বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকা পড়া অন্তত ৩০০ মানুষকে উদ্ধার করা হয়েছে।  এর আগেই নিম্নাঞ্চল থেকে সরানো হয় ৭ হাজারের বেশি অধিবাসীকে।

LEAVE A REPLY