সংঘর্ষের পর আজারবাইজান- আর্মেনিয়া সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ফের শুরু হয়েছে সংঘর্ষ। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষ এড়াতে দু দেশের সব সীমান্ত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান-আর্মেনিয়ার কারাকিলিস সীমান্তে। আর্মেনিয়া বলছে, তাদের কয়েকজন সৈন্য মারা গেছে এবং দুইটি যুদ্ধ ক্ষেত্রও ধ্বংস হয়ে গিয়েছে। আজারবাইজানের দাবি সংঘর্ষে,তাদের দুই সৈন্য আহত হয়েছে। মঙ্গলবার, উভয় পক্ষই রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

আজারবাইজান এ বিষয়ে কোন মন্তব্য করেনি। এদিকে এর আগে, আর্মেনিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির জন্য আজারবাইজানের সৈন্যদের দায়ী করেছিলো এবং এ ঘটনায় ১২ জন সৈন্যকে বন্দী করা হয়।

গত বছর বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। ওই সময় যুদ্ধে ছয় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

LEAVE A REPLY