বাগেরহাটের রামপাল উপজেলায় সন্ত্রাসী হামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ভাংচুর করা হয়েছে বিএনপি অফিস।
মঙ্গলবার রাতে গিলাতলা বাজারের বিএনপি কার্যালয়ে দলীয় সভা চলাকালে হামলায় গুরুতর আহত বাঁশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি (৫২) ও বিএনপির কর্মী কবির কাজীকে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য আটজন হলেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা কামরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, মো. ফিরোজ কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রনেতা মোফাজ্জল হুসাইন বাদল, রফিকুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত শেখ, আসলাম তালুকদার।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গিলাতলা বাজারে বাঁশতলী ইউনিয়ন বিএনপির দলীয় সভা চলাকালে ৩০ থেকে ৩৫ জন্য চিহ্নিত সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে বিএনপি নেতার্মীদের উপর হামলা করে ও দলীয় অফিস ভাংচুর করে। হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত দুইজনকে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।