আবার প্রচারিত হতে যাচ্ছে ‘মধ্যরাতের সেবা’

ফের প্রচারিত হতে যাচ্ছে রাশেদ সীমান্ত, অর্ষা ও মাজনুন মিজান অভিনীত নাটক ‘মধ্যরাতের সেবা’। প্রথমবার প্রচারের পরপরই নাটকটির মাধ্যমে ভাইরাল হন রাশেদ সীমান্ত। সোশ্যাল প্ল্যাটফর্মের আনাচকানাচে ছড়িয়ে পড়ে এই নাটকের অসংখ্য খণ্ড ক্লিপস। চোখের জল ফেলেছিলেন নেটিজেনরা। 

 ‘মধ্যরাতের সেবা’র পর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এখন দর্শকদের প্রিয় অভিনেতাদের একজন তিনি। অগুনতি দর্শকের অনুরোধে আবার প্রচার হচ্ছে নাটকটি। এ নাটক প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। মিডিয়া প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। 

রাশেদ সীমান্ত বলেন, দর্শকদের অফুরন্ত ভালোবাসা আমার পরম পাওয়া। তাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আগামী ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।

LEAVE A REPLY