সার্বিয়ার কাছে হেরে বিশ্বকাপের মূলপর্বে খেলা হুমকির মুখে পড়েছে পর্তুগালের। এবার রোনালদোদের পথেই হাঁটল ইউরোপের আরেক পরাশক্তি ইতালি। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ইউরো চ্যাম্পিয়ন ইতালিরও খেলতে হবে প্লে-অফ।
সোমবার (১৫ নভেম্বর) রাতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইতালির জিততে হতো। তবে ড্র করলেও হত যদি সুইজারল্যান্ডও জয় না পেত অন্য ম্যাচে। কিন্তু হয়েছে উল্টোটা। ইতালি ড্র করেছে, আর সুইজারল্যান্ড পেয়েছে বড় জয়।
নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোনো গোলই করতে পারেনি ইতালি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। অন্য ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে সুইজারল্যান্ড। ৪-০ গোলে জয় পেয়েছে তারা। আর তাতেই পয়েন্ট টেবিলে উল্টেপােল্টে হয়ে যায়।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ইতালির পয়েন্ট দাড়ায় ১৬। ফলে কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের, আর ইতালিকে এখন প্লে-অফের কঠিন পরীক্ষা দিতে হবে। ডি- এইচএ