বাংলাদেশ দল ঘোষণা, বাদ পড়েছেন মুশফিক লিটন সৌম্য

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে ১৬ সদস্যের টাইগার দলে এবার একাধিক চমক দেখা গেছে।

ইনজুরির কারণে সাকিব আল হাসানের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন যে থাকছেন না সেটি আগেই জানা ছিল। চোটের কারণে ফিরতে পারেননি তামিম ইকবাল। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নাম নেই মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন দাস। তাদের তিনজনকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি।

দলে সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ডাকা হয়েছে সাইফ হাসান, ইয়াসির আলী, শহিদুল ইসলামকেও।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী। এসএইচ

LEAVE A REPLY