২০৩১ সালে বিশ্বকাপ আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ান্ডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ২০২৪ সালে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে। এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

সব মিলিয়ে এ সময়ে হবে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে ১৪টি দেশে। এর মধ্যে ১১টি দেশ পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

LEAVE A REPLY