একনজরে বাংলাদেশ-পাকিস্তানের খুটিনাটি পরিসংখ্যান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। টি-টোয়েন্টি সিরিজের আগে দেখে নেওয়া যাক  টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খুটিনাটি পরিসংখ্যান।

সংখ্যা তথ্য
০- বাংলাদেশের বর্তমান দলের কেউ পাকিস্তানের বিপক্ষে ফিফটির দেখা পাননি
২- পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি জয়ই মিরপুর শেরেবাংলায়
৫-  দুই দল মিরপুর শেরেবাংলায় প্রথম ম্যাচ খেলতে নামছে পাঁচ বছর পর

আইসিসি র‍্যাঙ্কিং 
বাংলাদেশ ৮ 
পাকিস্তান ৩

মুখোমুখি ১৩ 
বাংলাদেশ: জয় ২ 
পাকিস্তান: জয় ১০ 
পরিত্যক্ত: ১

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ১৭৫ /৬, পাল্লেকেলে, ২০১২ 
পাকিস্তান: ২০৩ /৫, করাচি, ২০০৮ 

দলীয় সর্বনিম্ন 
বাংলাদেশ ৮৫ /৯, ঢাকা, ২০১১
পাকিস্তান ১২৯ /৭, ঢাকা, ২০১৬ 

সবচেয়ে বেশি রান
বাংলাদেশ: সাকিব ২৯২
পাকিস্তান: হাফিজ ২৭৭ 

সেরা ইনিংস
বাংলাদেশ: সাকিব ৮৪, পাল্লেকেলে, ২০১২ 
পাকিস্তান: শেহজাদ ১১১ *, ঢাকা, ২০১৪ 

সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ: নাজিমউদ্দিন ৮ 
পাকিস্তান: শহীদ আফ্রিদি ১৩ 

সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ: রাজ্জাক ৭ 
পাকিস্তান: শহীদ আফ্রিদি ১০ 

সেরা বোলিং 
বাংলাদেশ: আল-আমিন ৩ / ২৫,ঢাকা, ২০১৬ 
পাকিস্তান: আমজাদ ৩ /৩, করাচি, ২০০৮ 

সবচেয়ে বেশি ম্যাচ
বাংলাদেশ: মাহমুদউল্লাহ ১২ 
পাকিস্তান: হাফিজ, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক ১০

LEAVE A REPLY