টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ সাজালেন হরভজন, নেই বাবর

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার নেতৃত্বেই দাপুটে পারফরম্যান্সে আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। আইসিসির বিশ্বকাপ একাদশেও অধিনায়ক হিসেবেই জায়গা পেয়েছেন পাকিস্তান দলপতি। তবে সেই বাবর আজমকে নিজের বাছাইকৃত বিশ্বকাপ দলেই রাখেননি হরভজন সিং!

হরভজনের দলে জায়গা পেয়েছেন সেমিফাইনালেই উঠতে না পারা নিজ দেশ ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহ। বাবর আজমকে দলে না রাখলেও পাকিস্তান থেকে তিন ক্রিকেটারকে নিজের বিশ্বকাপ একাদশে রেখেছেন সাবেক ভারতীয় অফস্পিনার। তারা হলেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ব্যাটার আসিফ আলী এবং বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি।

একনজরে হরভজন সিংয়ের বিশ্বকাপ একাদশ:

ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), জস বাটলার, এইডেন মার্করাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসিফ আলী, রবীন্দ্র জাদেজা, শাহিন শাহ আফ্রিদি, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

LEAVE A REPLY