লিথুনিয়ায় দূতাবাস খুলল তাইওয়ান

তাইওয়ান স্ব-শাসিত গণতান্ত্রিক দ্বীপের জন্য কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে লিথুনিয়ায় ডি ফ্যাক্টো দূতাবাস চালু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের এই পদক্ষেপকে ‘জঘন্য’ বলে বর্ণনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, তাইওয়ান তাদের এলাকা।

তাইপে স্থানীয় সময় বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা বাল্টিক রাজ্যে আনুষ্ঠানিকভাবে অফিস খুলেছে। বেইজিংয়ের চরম চাপের মধ্যে অত্যন্ত সাহসী পদক্ষেপটি নিয়েছে তাইওয়ান।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, লিথুনিয়ায় তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস খোলার ফলে যৌথ সম্পর্কের জন্য নতুন এবং প্রতিশ্রুতিবদ্ধ অধ্যায় শুরু হবে। বিশেষ করে প্রযুক্তিতে সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, তাইওয়ান উভয়ের একই মূল্যবোধের ভিত্তিতে নতুন বন্ধুত্বকে লালন ও প্রচার করবে। 

চলতি বছরের আগস্টে চীন লিথুনিয়াকে বেইজিং থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে বলে। লিথুনিয়ায় তাইওয়ানের অফিসের কথা উঠতেই চীন জানায়, লিথুনিয়া থেকে চীনের দূতকে প্রত্যাহার করা হবে।
সূত্র : আলজাজিরা।

LEAVE A REPLY