ফিলিপাইনের দুই জাহাজে চীনের হামলা

ফিলিপাইনের জাহাজে চীন হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে হামলা চালায় বেইজিং।

চীনের দাবি, তাদের পানিসীমার ভেতর দিয়ে অনুমতি না নিয়েই দুটি জাহাজ ফিলিপাইনের সামরিক বাহিনীর কাছে রসদ পৌঁছে দিচ্ছিল। এ সময় তাদের বাধা দিয়েছে চীন।

অবশ্য সেকেন্ড টমাস শোল নামে একটি দ্বীপের চারপাশে পানিসীমা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধে এটিই সর্বশেষ সংঘাত। 

জানা গেছে, বিরোধপূর্ণ ওই দ্বীপ এবং আশপাশের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ তেল-গ্যাসসহ খনিজ সম্পদে পরিপূর্ণ।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, চীনের উপকূলরক্ষী বাহিনী ওই দুই জাহাজের ওপর জলকামান ব্যবহার করেছে। বেইজিং অবশ্য এ ঘটনা স্বীকার করেছে। তবে তাদের দাবি, নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্যই জলকামান ব্যবহার করা হয়েছে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY