ইউরোপের দেশগুলোতে ফের বাড়ছে করোনার সংক্রমণ। এবার অস্ট্রিয়াতে যারা করোনার টিকা নিয়েছে এবং যারা নেয়নি তাদের সবার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে যারা করোনার ভ্যাকসিন নেয়নি তাদের ক্ষেত্রে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
সোমবার থেকে অস্ট্রিয়ায় কার্যকর হবে লকডাউন। অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জের আলেকজান্ডার শ্যালেনবার্গ বলছেন, আপাতত ১০ দিন স্থায়ী হবে লকডাউন। এরপর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে টিকা নেওয়ার জন্য আইনি অনুমতির প্রয়োজন হবে।
এদিকে ইউরোপের অন্যান্য দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিধিনিষেধ জোরদার করা হয়েছে।
অস্ট্রিয়ায় এখন পর্যন্ত ৬৫ শতাংশের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের ভ্যাকসিন নিয়েও কাজ চলছে দ্রুত। অস্ট্রিয়ায় এখন পর্যন্ত করোনায় ১১ হাজার ৯০৩ জন মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১০ লাখ ১১ হাজার ৪৬৫ জন।