তুরষ্কের আঙ্কারায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো চারজন। স্থানীয় সময় শুক্রবার সকালে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন মুহাম্মেদ খাতান ও তার দুই বছর বয়সি মেয়ে মেলেক। তার পাঁচবছর বয়সি ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পাঁচ বছর আগে খাতান তুরস্কে আসেন এবং গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন।
ওই আবাসিক ভবনে এক ইরাকি তুর্কি পরিবার ও এক আফগান পরিবার বসবাস করতেন। যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন আফগান পরিবারের কেউ ছিলো না।
ধ্বংসস্তুপের নিচে কেউ নেই বলছে পুলিশ, তবু অনুসন্ধান চালানো হচ্ছে। শুক্রবার তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়।