এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন মার্টিন গাপটিল।
নিউজিল্যান্ডের এই তারকা ওপেনার শুক্রবার ভারতের বিপক্ষে ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংস খেলার মধ্য দিয়ে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে যান গাপটিল।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আন্তর্জাতিকে ১১১ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ২৪৮ রান করেন গাপটিল। ৯৫ ম্যাচে ৩ হাজার ২২৭ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি।
১১৮ ম্যাচ খেলে ৩ হাজার ৮৬ রান করে তৃতীয় পজিশনে আছেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।