প্রথম ওভারেই সাইফের ‘গোল্ডেন ডাক’

ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে শুর করে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভার থেকেই আগুন ঝরা বোলিং শুরু করেন। চতুর্থ বলে মিসফিল্ডিংয়ের সুযোগ কোনোমতে এক রান নেন শেখ নাঈম। স্ট্রাইকে যান গত ম্যাচে অভিষিক্ত সাইফ। কিন্তু আজও তিনি ব্যর্থ। শাহিন আফ্রিদের বলে লেগ বিফোরে ফাঁদে পড়ে তিনি গোল্ডেন ডাক মারেন। আম্পায়ার প্রথমে নট আউট ঘোষণা করলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ১ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।

মিরপুর শেরে বাংলায় আজ টানা দ্বিতীয় ম্যাচে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। যথারীতি তিনি ব্যাটিং বেছে নেন। বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। তবে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আছে। গতকালের ম্যাচসেরা হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হয়েছে বিশ্বকাপ তারকা শাহিন শাহ আফ্রিদিকে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।

LEAVE A REPLY