তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সফরকারী পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচ চলাকালীন নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেন একজন দর্শক। সেই দর্শক একজন মুস্তাফিজ-ভক্ত।
মাঠে প্রবেশ করে দৌঁড়ে গিয়ে মুস্তাফিজের পায়ে ধরে বসেন ওই দর্শক। অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। সেই দর্শককে ধরে নেওয়া হয় মিরপুর মডেল থানায়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, ওই যুবকের নাম রাসেল। কুমিল্লা শহরে তার বাড়ি। সে বর্তমানে রাজধানীর আদাবরে থাকে। মুস্তাফিজুর রহমানের বড় ভক্ত সে। রাসেল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
আজ বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে রাসেল টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করেছিল। খেলা চলাকালীন হঠাৎ এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। থানায় জিজ্ঞাসাবাদ শেষে দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হবে তার।