জয়ে শুরু কোচ জাভির বার্সা অধ্যায়

স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জয় পেল বার্সেলোনা। আর সেই জয়টা এসেছে নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে। কোচ জাভির অভিষেকে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে কাতালানরা।

শনিবার দিবাগত রাতের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ম্যামপিস ডিপেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। সেই গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এ ম্যাচে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছে জাভির দল। এস্পানিওলের দুটি প্রচেষ্টা নষ্ট হয় বারপোস্টে লেগে।

ম্যাচে বল দখলে অবশ্য এগিয়ে ছিল বার্সাই। ৬৫ শতাংশ সময় বল ছিল জাভির শিষ্যদের দখলে। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে বার্সা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

LEAVE A REPLY