আর্সেনালকে নিয়ে লিভারপুলের ছেলেখেলা

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে নিয়ে ছেলেখেলা করেছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। গতরাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চার গোল হজম করেছে আর্সেনাল।

    লিভারপুলের মাঠে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আর্সেনাল। ম্যাচের ৩৯তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতি পর্যন্ত ১-০ গোলেই এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে বিরতির পর আরো তিনটি গোল করে লিভারপুল।

    ম্যাচের ৫২তম মিনিটে ডিয়াগো জোতা গোল করেন। ৭৩তম মিনিটে গোল করেন মোহাম্মদ সালাহ। আর ম্যাচের ৭৭তম মিনিটে গোল করে লিভারপুলের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন মিনামিনো। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

    LEAVE A REPLY