মিয়ানমারে মন্দিরে যাওয়ার সময় পানিতে ডুবে নিহত ১৫

এক বৌদ্ধ মন্দিরে প্রার্থনায় অংশ নিতে যাওয়ার সময় মিয়ানমারের দুর্গম অঞ্চলে পানিতে ডুবে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের মন রাজ্যের থানবুজায়াত শহরের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। সেখানে মাত্র চার মিটার চওড়া রাস্তার দুর্গম নিশানা বুঝতে না পেরে পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় তাদের।মন রাজ্য প্রশাসন জানিয়েছে, আমরা সাধারণত সকাল সাড়ে ৬টার দিকে লোকজনকে মন্দিরে আসার অনুমতি দিয়ে থাকি। কিন্তু তারা আমাদের কথা শোনেনি এবং তারা আগেই হেঁটে যাওয়ার চেষ্টা করেছিল। যার ফলে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে।

সূত্র : ব্যাংকক পোস্ট।

LEAVE A REPLY