ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ২, আহত ৭

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বেসমারিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

সানা নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী হোমসের হামলাটি আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে সাতজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সিরিয়ায় এর আগেও কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে কখনোই দায় স্বীকার করেনি দেশটি।

গেল সপ্তাহে দামেস্কের দক্ষিণে হামলা চালায় ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমি থেকে হামলাটি চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

চলতি মাসের শুরুতে হোমস লক্ষ্য করে চালানো হামলায় দুই সিরিয়ান সৈন্য আহত হয়।

LEAVE A REPLY