বিচ্ছেদই যেন শুভ ফল বয়ে আনছে খ্যাতনামা দক্ষিণী অভিনেত্রী সামান্থার জীবনে। নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই ভাগ্যের চাকা ঘুরে দাঁড়িয়েছে সামান্থা রুথ প্রভুর। দক্ষিণী সিনেমা, বলিউডে জয়জয়কারের পর এবার হলিউডের প্রস্তাব পেয়েছেন সামান্থা। জন ফিলিপ পরিচালিত ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ ছবিতে এক তামিল সমকামীর চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
গেলো এক বছর সামান্থার ব্যক্তিগত জীবন ভালো না গেলেও ক্যারিয়ারে ঝড় তুলেছেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরপরই ভালো ভালো সিনেমার প্রস্তাব আসে তার কাছে। এরইমধ্যে হলিউড সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। সিনেমাতে সামান্থা একটি প্রাইভেট গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।
ফিলিপ জনকে ধন্যবাদ জানিয়ে সামান্থা জানান, ‘একটা সম্পূর্ণ নতুন পৃথিবী। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি উৎসাহিত।’
সিনেমায় ২৭ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা। বাবাকে খুঁজে বেড়াচ্ছেন সামান্থা আর তার পেশা তাকে নিজের বাবাকে খুঁজে বের করতে সাহায্য করবে।
২০২২ সালের আগস্টে এই কাঙ্খিত সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।