ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে সরগরম বলিউড। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়ছেন এই জুটি। বিয়ের প্রস্তুতি অনেক আগেই শুরু গয়ে গিয়েছে। প্রতি মুহূর্তে জানা যাচ্ছে নতুন সব তথ্য। এবার জানা গেলো ক্যাটরিনার মেহেদীর কথা।
ক্যাটরিনার হাতে মেহেদী দিয়ে লেখা হবে ভিকির নাম। আর সেই মেহেদীর দাম এক লাখ টাকা। ভারতের রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা ক্যাটরিনার জন্য কোনও রকম রাসায়নিক-বিহীন বিশেষ মেহেদি তৈরি করছেন। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা। যদিও মেহেদী উপহারস্বরুপ পাচ্ছেন ভিকি-ক্যাটরিনা।
এরইমধ্যে মেহেদীর নমুনা পাঠানো হয়েছে ক্যাটরিনা-ভিকিকে। আর ক্যাটরিনার বিয়ের পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি বিয়ে সারবেন ‘ভিক্যাট’। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক বিয়ের উদ্যাপন। উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আদভানী, বরুণ ধাওয়ানের মতো তারকারা।