খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সন্ধ্যায় জানাবেন তার চিকিৎসকরা। রবিবার (২৮ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সন্ধ্যা সাতটায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে তার চিকিৎসা বিষয়ে জানাবেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
সবশেষ ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হন। সেখানে তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। তার চিকিৎসায় রাজধানীর আরও কমপক্ষে দুটি বড় বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত রয়েছেন। এছাড়া চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রায় সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন।
গত মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার অসুস্থতা নতুন করে আলোচনায় আসে। এর আগে গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় বায়োপসি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা আছে বলেও জানা গেছে। তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি করে আসছেন বিএনপির নেতারা। ডি-এফবি