কাপাসিয়ায় ফরাজী সুপার ক্রিকেট লীগের সিজন-২ এর উদ্বোধন

শিক্ষা, ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ- এ স্লোগান নিয়ে শুক্রবার (২৬ নভেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এ কে উচ্চ বিদ্যালয় মাঠে ফরাজী সুপার ক্রিকেট লীগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ১২টি ক্লাবের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের আসরের উদ্বোধনী প্রথম ম্যাচে মাঠে নামে ইউনাইটেড স্পোটিং ক্লাব এবং খিরাটী যুব কল্যান সংঘ। ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ও সিজন-২ এর ফাইন্যান্সশিয়াল পরিচালক মো. আবু তৈয়ব ফরাজী ও মিডিয়া ও জনসংযোগ পরিচালক মো. আশিকুল ইসলাম আশিক, পরিচালক অপারেশন্স মো. রাকিব উল্লাহ, সোস্যাল মিডিয়া এবং পাবলিসিটি পরিচালক মো. দিদার/আজহারুল ইসলাম আশিক এবং মো. আবুল কালাম আজাদ’র পরিচালনায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ফরাজী সুপার ক্রিকেট লীগের দ্বিতীয় আসরের যাত্রা করে।

এবারের আসরে অংশগ্রহনকারী দলগুলো হলো: ১) ইউনাইটেড স্পোটিং ক্লাব ২) নবতরুণ সংঘ ৩) খিরাটী যুবকল্যাণ সংঘ ৪) কামারগাঁও জয়বাংলা ক্লাব ৫) চরণীলক্ষী সূর্য তরুণ ক্রিকেট একাডেমী ৬) বাওরাইদ ফায়ার বক্স ৭) সনমানিয়া ব্রাদার্স একাদশ ৮) বারিষাব ক্রিকেট একাদশ ৯) এসএসও প্লেয়িং একাদশ ১০) খিরাটী পরাণ একতা স্পোটিং ক্লাব ১১) এ এস এম হান্নান শাহ্ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাব ১২) ডা: শামসউদ্দিন মেমোরিয়াল একাডেমী কামারগাঁও নিউ স্টার।

এদিকে ফরাজী সুপার ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমেই ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইউনাইটেড স্পোটিং ক্লাব ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে। এর জবাবে নির্ধারিত ২০ ওভারে ব্যাট করতে নেমে খিরাটী যুব কল্যান সংঘ সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইউনাইটেড স্পোটিং ক্লাবের মো. ইমন। ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

অপরদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এসএসও প্লেয়িং একাদশ বনাম এ এস এম হান্নান শাহ্ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাব। এসএসও প্লেয়িং একাদশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। এর জবাবে এ এস এম হান্নান শাহ্ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাব ১৪.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮১ রান তুলে জয়লাভ করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এ এস এম হান্নান শাহ্ স্পোটিং ক্লাবের মো. আপন। তিনি দুই ওভার বোলিং করে ১১ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।

এ বিষয়ে জানতে চাইলে, ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন ইতিপূর্বেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে এলাকাবাসীর কাছে ইতিবাচক আস্থা অর্জন করেছে। করোনার সময়ে কর্মহীন অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ ফাউন্ডেশন তাদের সামাজিক দায়িত্ববোধের স্বাক্ষর রেখেছে। এ বছরও শীতবস্ত্র বিতরণ ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকা করে শিক্ষাবৃত্তি-২০২১ প্রদানের জন্য কাজ করছেন।

তিনি আরো জানান, আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটিতে রয়েছেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ (হিরন মোল্লা) সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তারা আমাদের কাজকে ত্বরান্বিত করতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

এছাড়াও উদ্বোধনী ম্যাচের আগে এবারের দ্বিতীয় আসরে অংশ নেওয়া ১২টি দলের মধ্যে জার্সি ও ট্রাউজার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফরাজী সুপার ক্রিকেট লীগের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY