ইরানের ইসফাহান শহরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবায় চরম বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারী কৃষকদের ভয়-ভীতি দেখানোর জন্য তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। তার পরেও স্বল্প পরিসরে কোথাও কোথাও বিক্ষোভ অব্যাহত আছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওর বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা দাবি করেছে, গতকাল স্থানীয় সময় শনিবার রাস্তা আটকে বিক্ষোভ করেছে ইসফাহানের বিক্ষুব্ধ কৃষকরা। জায়ন্দাহ রুদ নদীর পানিস্বল্পতার জন্য কৃষকরা বিক্ষোভ করছেন। গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে কয়েক ডজন বিক্ষোভকারী আটক হয়েছে।
ইরানের বিরোধী দলগুলোর দাবি, সে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট পরিষেবা বাধাগ্রস্ত করা হচ্ছে। বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে যোগাযোগে করে যেন জমায়েত হতে বাধাপ্রাপ্ত হয়, সে জন্য ইন্টারনেট বিভ্রাট করছে সরকার। তবে গত বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের জমায়েত হয়েছে ইসফাহানে।
ইরানের সেনা কমান্ডার জেনারেল মুহাম্মদ রেজা মির হায়দারি সরকার
সম্প্রচারিত টেলিভিশনে বলেছেন, শনিবার স্বল্প পরিসরে বিক্ষোভ হয়েছে।
পরিস্থিতি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা।