১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন রাজ রীপা আর ওমর মালিক। কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের এ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন সোহেল রানা বয়াতি। ইতোমধ্যে এর অভিনয়শিল্পী, শুটিং লোকেশনসহ প্রযোজনা-পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছেন নির্মাতা।
শুক্রবার (২৬ নভেম্বর) সিনেমাটি নির্মাণের জন্য হুমায়ুন আজাদের পরিবারের লিখিত অনুমতি গ্রহণ করেছেন নির্মাতা। আপাতত উপন্যাসের নামেই সিনেমার নামকরণ করা হয়েছে। তবে মুক্তির আগে প্রয়োজনে এ নাম পরিবর্তন করা হতে পারে।
এ বিষয়ে সোহেল রানা বলেন, দেড়-দুই বছর ধরে কাজটি করার পরিকল্পনা করছেন। স্যারের উপন্যাস নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিতে তার পরিবারের কাছে যেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। গত শুক্রবার স্যারের স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যরা লিখিতভাবে আমাদের অনুমতি দিয়েছেন। সিনেমায় উপন্যাসের গল্প অক্ষুণ্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা। সেটা মেনেই আমরা কাজটি করব। ডি- এইচএ