এবার অস্ট্রেলিয়াতে ওমিক্রন শনাক্ত

অস্ট্রেলিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুইজনকে শনাক্ত করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে সিডনিতে আসা দুই যাত্রী ওমিক্রনে পজিটিভ হয়েছেন। তাদের দুজনের শরীরে কোনো উপসর্গ ছিল না। তারা সম্পূর্ণ টিকা নিয়েছেন এবং বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।

দেশটিতে দক্ষিণ আফ্রিকাফেরত আরও ১২ যাত্রীকে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আরও প্রায় ২৬০ জন যাত্রী ও বিমানকর্মীকে কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY