দাতব্য চিকিৎসালয় তৈরিতে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে এক দম্পতি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে একটি দাতব্য চিকিৎসালয় তৈরির পরিকল্পনা করা হয়েছে। এতে খরচ হবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। আর এই খচরের অর্ধেক- অর্থাৎ ৫ মিলিয়ন ডলার বহন করার কথা জানিয়েছে জর্জিয়ার এক দম্পতি। নিউ হ্যাম্পশায়ারের চিকিৎসাকেন্দ্র দেখে উদ্বুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

ডায়ান স্টিফেন ও তার স্বামী চার্লস নিউ হ্যাম্পশায়ারের মতো জর্জিয়ায়ও এই চিকিৎসাকেন্দ্র তৈরি করতে যাচ্ছে, যেখানে ডায়ানের বাবা জীবনের বাকি সময় নিজের চিকিৎসা নিতে পারবে। নর্থইস্ট জর্জিয়া হেলথ সিস্টেমকে যে ৫০ লাখ ডলার দিচ্ছে এই দম্পতি, যা এখন পর্যন্ত ওই সংগঠনে দেওয়া সবচেয়ে বড় অনুদান।

স্টিফেন বলেন, ‘আগে থেকে চার্লস এবং আমি দাতব্য চিকিৎসালয়ের পক্ষে ছিলাম, আমরা বার্ষিকভাবে অনুদান দিতাম, তখন আমরা ভাবতাম আমাদেরও একটা চিকিৎসাকেন্দ্র থাকা দরকার। ’

নর্থইস্ট জর্জিয়া হেলথ সিস্টেমের নির্বাহী পরিচালক  সুসান বেনেট জানান, চিকিৎসাকেন্দ্রটিতে ১৬টি বেড থাকবে ও ২৫ জন রোগীর ধারণক্ষমতাসম্পন্ন হবে। সেই সঙ্গে নতুন সব সুযোগ-সুবিধাও এতে যুক্ত হবে। তিনি বলেন, ‘অঙ্গরাজ্যটিতে ৬৫ বা তদূর্ধ্ব বয়সের মানুষের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে চিকিৎসাকেন্দ্রের প্রয়োজনীয়তা বাড়ছে।’

স্টিফেন বলছেন, ‘নতুন এই চিকিৎসাকেন্দ্র তৈরির মাধ্যমে শুধু যে রোগীদের চিকিৎসা করার নতুন জায়গা তৈরি হচ্ছে তা না, সেই সঙ্গে বাড়ছে সেবার মান। এটা অনেকটা নিজের বাড়ির মতোই।  আপনি দিনে বা রাতে যখন প্রয়োজন আসতে যেতে পারবেন।’

তবে ডায়ান স্টিফেন ও তার স্বামী কেন এই অনুদান দিতে চাচ্ছেন সে বিষয়ে নর্থইস্ট জর্জিয়া হেলথ সিস্টেমকে জানিয়েছেন ডায়ান স্টিফেন। নর্থইস্ট জর্জিয়া হেলথ সিস্টেমের ব্রাসেলটনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন স্টিফেন । সেই থেকে তাদের এ কাজে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া তাদের কোনো সন্তান না থাকায় সেবামূলক কাজে সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

এখন গেইন্সভিল ও ব্রাসেলটনের মধ্যে চার থেকে ছয় একরের একটি উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসাকেন্দ্র তৈরিতে আরো এক দাতার কথা ‍উল্লেখ করেছেন নর্থইস্ট জর্জিয়া হেলথ সিস্টেমের প্রেসিডেন্ট ও প্রধান উন্নয়ন কর্মকর্তা।

নতুন এই দাতব্য চিকিৎসালয় সম্পর্কে বেনেট বলেন, আমাদের সম্প্রদায়ের জন্য উপকার বয়ে আনবে নতুন এই চিকিৎসাকেন্দ্র।

LEAVE A REPLY