স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টপার চেলসিকে আটকাল ম্যান ইউ

প্রিমিয়ার লিগের হাই-ভোল্টেজ ম্যাচে লিগ টপার চেলসিকে তাদের ঘরের মাঠে আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও একসময় জেডন স্যাঞ্চোর প্রথম প্রিমিয়র লিগ গোলের সুবাদে ম্যাচে লিড নিয়েছিল ম্যান ইউ।

তবে শেষমেশ চেলসিকে পেনাল্টি উপহার দিয়ে জয়ের সুযোগ হাতছাড়া করে ম্যাঞ্চেস্টার। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলকে জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শেষমেশ ১-১ গোলে ড্র হয়।

স্যাঞ্চে-রাশফোর্ড-ফার্নান্ডেজকে দিয়ে ম্যাচ শুরু করালেও ম্যাঞ্চেস্টার এদিন প্রথম একাদশে জায়গা করে দেয়ার বদলে রোনালদোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে দীর্ঘক্ষণ। শেষ পর্যন্ত ম্যাচের ৬৪ মিনিটের মাথায় মাঠে নামার সুযোগ পান সিআর সেভেন।

স্যাঞ্চোর বদলে যখন মাঠে নামেন পর্তুগিজ তারকা, তখন ১-০ গোলে এগিয়ে ম্যান ইউ।

LEAVE A REPLY