অপরাধ দমনে ভারতের পাশে ইসরায়েল

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলো বলেছেন, ‌‘২৬/১১ হামলার অপরাধীদের দমন করতে ভারতের পাশে আছে ইসরায়েল।’ রবিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর এএনআইয়ের। 

নাওর গিলো বলেন, ‘অপরাধ দমনে ইসরায়েল শতভাগ ভারতের পাশে আছে। ইহুদি হওয়ায় ইসরায়েলের মানুষও এই হামলার শিকার হয়েছিল। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে ভারতের পাশেই আছি।’তিনি আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। এ হামলায় হতাহতদের পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইতে ওই ভয়ংকর হামলা চালায় লস্কর-ই-তাইয়েবার জঙ্গিরা। এতে ১৭৫ জন নিহত হন। মারাত্মকভাবে আহত হন ৩০০ জন। 

LEAVE A REPLY