প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে নিজের দলের পাশাপাশি বাংলাদেশ দলেরও প্রসংশা করেছেন বাবর আজম।
পাক দলপতি বলেন, ‘বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে খেলেছে তা সত্যিই দারুণ ছিল। এরপর শাহিন ও হাসান ছিলেন দুর্দান্ত। এটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। এখানে ঘুরে দাঁড়ানোর জন্য রাস্তা খোলা থাকে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাননি বাবর আজমরা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছি।’
অভিষিক্ত আব্দুল্লাহ শফিক ও ম্যাচসেরা আবিদ আলী সম্পর্কে বাবর বলেন, ‘যেভাবে আব্দুল্লাহ শফিক ব্যাটিং ইনিংস গড়েছে আমি সন্তুষ্ট। আবিদ আলী ছিল দুর্দান্ত, তার রানে দল কঠিন অবস্থা থেকে ফিরেছে।’